১১ টার পরেও খোলেনি স্কুল, ফোন করে পরিদর্শককে নালিশ দিদির দূত পার্থপ্রতিমের।

0
155


কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: দিদির দূত কর্মসূচিতে অংশ নিতে এসে পুঁটিমারী গ্রাম পঞ্চায়েতের বসগীরের ধাম এপি স্কুলে পরিদর্শন করতে আসেন পার্থ প্রতীম রায়। এদিন সকাল ১১ টা ১৫ মিনিট বাজলেও স্কুলে আসেন নি কোন শিক্ষক। ওই স্কুলের চার শিক্ষক। সেখানে স্কুলের ছাত্র সংখ্যা ৭২ জন।

ছাত্রছাত্রী ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,দীর্ঘদিন ধরে বসগীরের ধাম এপি স্কুলে শিক্ষকরা প্রতিদিন দেরি করে স্কুলে আসেন। ওই অভিযোগ পেয়ে দিদির সুরক্ষা কর্মসূচিতে এসে এই অভিযোগ পেয়ে বসগীরের ধাম এ পি স্কুল পরিদর্শন করতে আসেন এনবিএসটিসি চেয়ারম্যান পার্থ প্রতীম রায়। সেখানে এসে তিনি দেখেন ১১টা ১৫ মিনিট বেজে গেছে স্কুলের চার শিক্ষকের মধ্যে একজন শিক্ষক ও আসেন নি। পরে পার্থ বাবু দিনহাটার স্কুল শিক্ষা পর্ষদের এআই ও কোচবিহার জেলার ডিআইকে ফোন করে গোটা বিষয় জানান। এবং ওই স্কুলের শিক্ষকদের শোকজ করার আবেদন জানান পার্থ প্রতীম রায়।

যদিও বিষয়টি জানার কিছুক্ষণের মধ্যেই স্কুলে চলে আসেন প্রধান শিক্ষক বিদ্যুৎ সরকার। উনি জানান, ‘স্কুলের কাজে বিডিও অফিসে গিয়েছিলাম। তাই দেরি হয়েছে। বাকি শিক্ষকরা কেন আসেননি জানিনা।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here