পৌরসভার ভাইস চেয়ারম্যানের উপস্থিতিতে পৌর হরিজন বস্তিতে অবস্থিত একটি আবাসনের ঘরের চাবি দিলেন আইসিডিএস কর্মীদের হাতে।

0
262

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- কাউন্সিলরের কথা রাখলেন পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটাজী। শিশুদের পড়াশোনার সুবিধার জন্য দুই টি ঘরের চাবি তুলে দিলেন। দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ অবস্থায় পড়েছিল পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের হরিজন বসতি এলাকায় অবস্থিত সপ্ন তরুণ নামে একটি বিশাল আবাসন। মূলত পৌরপিতা মোহন বসুর আমলে তৈরি হয়েছিল এই আবাসন টি। তৈরী হয়েছিল পৌর হরিজন সম্প্রদায়ের মানুষ দের জন্য। কিন্তু কয়েক বছর ধরে এই আবাসন টি বন্ধ অবস্থায় পড়েছিল ছিল। নষ্ট হয়ে যাচ্ছিল কয়েক টি ঘর।অথচএখানেই রয়েছে শিশুদের জন্য একটী আইসিডিএস সেন্টার। কিন্তু উপযুক্ত ঘর না থাকার জন্য অনেক অসুবিধার মধ্যে পড়তে হতো শিশুদের। নব নির্বাচিত কাউন্সিলর মনিন্দ্র নাথ বর্মন বিষয় টি ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটাজী কে বলেন। সৈকত বাবু পৌরসভার অনুমতি নিয়ে দুই টি ঘরের চাবি কাউন্সিলর মনিন্দ্র নাথ বর্মনের হাতে তুলে দেন।যাতে এখানে তারা পড়ে তাদের শীত বষাতে সুবিধা হয়।এই ধরনের উদ্যোগে খুশি হয়েছেন কাউন্সিলর ও এই শিশু শিক্ষা কেন্দ্রের সকলেই।আজ ফিটাকেটে তার উৎবোধন করেন সৈকত চ্যাটাজী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here