খাদ্য ও কাজের অধিকার মঞ্চের উদ্যোগে বিক্ষোভ প্রদর্শন।

0
67

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- আজ বর্ধমান শহরের কার্জন গেট চত্বরে খাদ্য ও কাজের অধিকার মঞ্চের তরফ থেকে একটি বিক্ষোভ প্রদর্শন করা হয়। তাদের মূলত দাবিগুলি হলো,একবছর ধরে ও তার বেশি একশ দিনের কাজের শ্রমিকদের মজুরি বকেয়া দিতে হবে, একশ দিনের কাজ আপসের মাধ্যমে করা চলবে না, রাজনৈতিক রেষারেষি বজায় রেখে ১০০ দিনের কাজের শ্রমিকদের কাজের টাকা বকেয়া রাখা যাবে না। এক বিক্ষোভকারী জানান, ৯ই জানুয়ারি কলকাতার একটি ট্রেড ইউনিয়ন পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে একটি রায় পাস হয়েছে। যেখানে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে জেলাশাসকদের যে ১০০ দিনের কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের তিন মাসের বেশি মজুরি বকেয়া রাখা যাবে না। তাই আজকে আমাদের এই কার্জন গেট চত্বরে একটি সমাবেশ আছে এবং কিছু স্লোগান আছে তারপর আমাদের এক প্রতিনিধি দল জেলা প্রশাসকের সঙ্গে দেখা করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here