প্রাচীনতম পাঁশকুড়ার নস্করদিঘী রঘুনাথ জিউ মন্দিরের রথযাত্রাকে ঘিরে উৎসাহ বহু মানুষের।

0
269

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ৩০০ বছরেরও অধিক পুরনো পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার নস্করদিঘী গ্রামের রঘুনাথ জিউ মন্দিরের মাঘী পূর্ণীমার রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয় সাড়ম্বরে। এই রথে চড়ে মাসির বাড়ি যাবেন রঘুনাথজিউর শালোগ্রাম শিলা, সঙ্গে বৃন্দাবন চন্দ্র ও রাধারাণী থাকবেন। দীর্ঘ বছর ধরে এই রথযাত্রা উৎসব পালিত হয়ে আসছে নস্কর দীঘিতে। প্রতি বছর রথের দড়ি টানতে উপস্থিত হয় গ্রামের অসংখ্য মানুষ জন। এক সময় জমিদার আমলে বিশাল উচ্চতার সম্পন্ন মন্দিরটি নির্মিত হয়। তারপর থেকেই পন্ডা বংশের বংশধরেরা এক এক করে মন্দির চালাতেন। বর্তমানে পন্ডা বংশের পান্ডারা এই মন্দির চালাচ্ছেন। রঘুনাথ জিউর শালো গ্রামশীলা মূর্তিটি জাগ্রত বলেই জেনে আসে গ্রামের মানুষ জন। অনেকেই মানসিক পূজো দেন। তবে সঠিক ভাবে কেউই জানেন না এই মন্দিরের বয়স কত। এক সময় কাঠের তৈরি রথ থাকলেও পরে স্টিলের উচ্চতা সম্পন্ন রথ তৈরী করা হয়। আর সেই রথ বিকেল থেকেই ফুল দিয়ে সাজানোর কাজ শুরু হয়, তার পরেই রথে চড়েন রঘুনাথজির শালোগ্রাম শিলা। অসংখ্য মানুষের উপস্থিতিতে রথের দড়ি ধরে টানবেন গ্রামের মানুষ জন। দীর্ঘ পথ অতিক্রম করবে এই রথ। এই রথযাত্রা উপলক্ষে বেশ কয়েক দিন ধরে মেলাও হয় নস্করদিঘী গ্রামে। দূর দূরান্ত থেকে মানুষ জন উপস্থিত হয় এই রথের মেলায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here