বকেয়া বেতন প্রদান সহ দশ দফা দাবির ভিত্তিতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে স্মারকলিপি দিল আশা কর্মীরা।

0
345

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: বকেয়া বেতন প্রদান সহ দশ দফা দাবির ভিত্তিতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে স্মারকলিপি দিল আশা কর্মীরা। এদিন তারা কোচবিহার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর দপ্তরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান এবং পরে কয়েকজনের প্রতিনিধি গিয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকান্ত বিশ্বাসকে স্মারকলিপি দেন। এদিন সেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আশা ইউনিয়ন কোচবিহার জেলা কমিটির সভানেত্রী রেশমী চক্রবর্তী, অনিমা বর্মন সহ অনেকে।

তাদের দাবি, সমস্ত আশা কর্মীদের স্মার্টফোন কেনার জন্য ন্যূনতম ১৫ হাজার টাকা দিতে হবে, উৎসাহ ভাতা সরাসরি কর্মীদের একাউন্টে দিতে হবে,করোনায় আক্রান্ত কর্মীদের জন্য ঘোষিত এক লক্ষ টাকা সকলকে দ্রুত মিটিয়ে দিতে হবে, কেন্দ্রীয় সরকারের ঘোষিত ফিক্সড ২০০০ টাকা সঠিকভাবে দিতে হবে, কর্মরত অবস্থায় কোন কর্মীর মৃত্যু হলে ঘোষিত অবসরকালীন ভাতার তিন লক্ষ টাকা দিতে হবে পাশাপাশি নার্সিংহোমে মায়ের ডেলিভারি হলে তার পরিপূর্ণ পারিশ্রমিক দেওয়ার দাবিও জানান তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here