পুকুর ভরাট এবং অবৈধ নির্মাণের অভিযোগ,পরিদর্শনে বর্ধমান পৌরসভার চেয়ারম্যান।

0
98

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বর্ধমান শহরের ঢলদিঘি পেট্রোল পাম্পের পূর্ব পাড়ের একটি পুকুর ভরাট এবং অবৈধ নির্মাণের অভিযোগ আসছিল বহুদিন ধরে। সেই অভিযোগ জমা পড়েছিল বর্ধমান পৌরসভায়। আজ বর্ধমান পৌরসভার তরফ থেকে বর্ধমান পৌরসভার চেয়ারম্যান সহ পৌরসভার আধিকারিকবৃন্দরা পরিদর্শনে যান। বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার বলেন, বিভিন্ন দিক থেকে অভিযোগ আসছিল যে এই পুকুর ভরাট করে অবৈধ নির্মাণ করা হচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে সত্যিই কি পুকুর ভরাট করে অবৈধ নির্মাণ হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। এর পাশেই রয়েছে একটি আলাদা বিল্ডিং।এই বিল্ডিং এর মালিক কে আমরা বলেছি আজ বৈকাল চারটে মধ্যে তার সমস্ত জায়গার কাগজপত্র বর্ধমান পৌরসভার জমা দিতে এবং আগামী সোমবার আমাদের পৌরসভার ইঞ্জিনিয়াররা জয়েন্ট সার্ভে করবেন এই জায়গার। এই মুহূর্তে আমরা বলতে পারছি না যে দখল করা হয়েছে সোমবার দিন জয়েন্ট সার্ভে হওয়ার পর আমরা সঠিক নির্ণয় করতে পারব। যার বিরুদ্ধে এই পুকুর ভরাটের অভিযোগ সেই মনোজ দত্ত তিনি বলেন, আমি এই পুকুর ভরাট করিনি সবাই এখানে রাবিশগুলো রেখে দেয় আমিও রেখে দিয়েছি এবং আপনারা যে ঢালাইটা দেখছেন সেটি আমার জায়গাতেই। কারা এই অভিযোগ করেছে আমি জানিনা আজ বর্ধমান পৌরসভা থেকে চেয়ারম্যান সহ আধিকারিকবৃন্দ এসেছেন তারা আমাকে যা কাগজপত্র জমা দিতে বলেছেন আমি জমা দিয়েছি। সোমবার দিন জয়েন্ট সার্ভে হলেই আপনারা বুঝতে পারবেন আমি সত্যি কথা বলছি কিনা।অন্যদিকে এই পুকুর ভরাট এবং অবৈধ নির্মাণ সম্পর্কে বিজেপি নেতা সুধীর রঞ্জন সাউ বলেন, আমরা এলাকাবাসীর ফোন মারফত জানতে পারি যে অবৈধভাবে পুকুর ভরাট এবং একটি অবৈধ নির্মাণ করা হয়েছে। শুধুমাত্র এই ওয়ার্ডে নয় বর্ধমান পৌরসভার ৩৫টি ওয়ার্ডই এইভাবে পুকুর ভরাটে ও অবৈধ নির্মাণ হচ্ছে। প্রত্যেকদিন একটা না একটা দুর্নীতি শাসকদলের সামনে আসছে। আমরা প্রশাসনকে জানাচ্ছি যদি প্রশাসন সঠিকভাবে ব্যবস্থা না নেয় তাহলে আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here