বেহাল রাস্তার কাজ গ্রামবাসীরা নিজে দের উদ্যোগে।

0
238

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- কালিয়াগঞ্জ গ্রামবাসী দের উদ্যোগে রাস্তা সংস্কার করা হচ্ছিল । বেহাল রাস্তার কাজ গ্রামবাসীরা নিজে দের উদ্যোগে করছেন রাস্তা সংস্করণের এই খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দিপা সরকার। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের ধনকোইল থেকে পুড়িয়া মহেশপুর যাওয়ার রাস্তা হরিহরপুর এলাকায় কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দিপা সরকারের উদ্যোগে তড়িঘড়ি এই রাস্তায় ইট ফেলে দিয়ে সংস্করণ করার উদ্যোগ নেওয়া হলো। দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল রয়েছে। প্রায় ১০০ মিটার এই রাস্তা কালিয়াগঞ্জ বিধানসভার বিধায়ক সৌমেন রায়ের উদ্যোগে হয়েছিল। বাদবাকি কাজ নিয়ে এই এলাকার জেলা পরিষদের সদস্য কমল চন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগলে দিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার বলেন জেলা পরিষদের সদস্য কমল চন্দ্র সরকারের ব্যর্থতা রয়েছে তিনি এই এলাকায় কোন কাজ করেনি এ রাস্তাটি জেলা পরিষদের রয়েছে। এলাকাবাসীদের চলাফেরা করতে যেনো কোন সমস্যা না হয় এই নিয়ে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির অল্ড ফান্ড দিয়ে ইটের মাধ্যমে রাস্তা সংস্করণ করার কাজ চলছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ইটের রাস্তা নয় পাকা রাস্তার দাবি করেন। কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সমিতির পক্ষ থেকে জানা যায় মাধ্যমিক পরীক্ষার পরেই এ রাস্তা পাকা করার উদ্যোগ নেওয়া হবে। গ্রামবাসী দের উদ্যোগে রাস্তা সংস্কার করা হচ্ছিল এই
খবর শুনে ছুটে আসে ধনকোইল গ্রাম পঞ্চায়ত সদস্য বিজয় কুমার সরকার, সমাজ সেবি হিরনময় সরকার সহ অনান্য রা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here