আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, এভাবেই একটি চিরকুটে লিখে মাধ্যমিক পরীক্ষার দিনই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক মাধ্যমিক পরীক্ষার্থী।

0
274

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, এভাবেই একটি চিরকুটে লিখে মাধ্যমিক পরীক্ষার দিনই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনায় শোকাহত গোটা এলাকা। জানাযায় মৃত মাধ্যমিক পরীক্ষার্থীর নাম মৌমিতা ভৌমিক, বাড়ি নদীয়ার হরিণঘাটা থানার নবরূকরা ঠাকুরতলা পাড়ায়। মৃতের দাদার মুখ থেকে জানা যায়, গতকাল রাতে মাধ্যমিক পরীক্ষার জন্য বাবার কাছে সামগ্রিক কেনার টাকা চাই ওই মাধ্যমিক পরীক্ষার্থী। সেই মতো বাবা কিনে দেয় সমস্ত কিছু, এরপর নিজের ঘরে শুতে যায় মৌমিতা। সকাল হতেই মা ডাকাডাকি করে পরীক্ষা দিতে দেরি হয়ে যাবে বলে, কিন্তু কোন সাড়াশব্দ দেয়নি মৌমিতা। তখনই ঘরের দরজা ভেঙে ঢুকে দেখে মৌমিতা ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় রয়েছে যা দেখে হতবাক গোটা পরিবার। তড়িঘড়ি নিয়ে যায় হাসপাতালে ততক্ষণে মৃত্যু হয় মাধ্যমিক পরীক্ষার্থী মৌমিতার। তবে হঠাৎ কি কারণে আত্মঘাতীর সিদ্ধান্ত নিল মৌমিতা তা এখনো পর্যন্ত অস্পষ্ট পরিবারের কাছে। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার এছাড়াও এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। মৃতদেহটি উদ্ধার করার পরে আজ বিকেলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। যদিও মাধ্যমিক পরীক্ষার্থীর আত্মঘাতীর ঘটনায় প্রাথমিক তদন্তে হরিণঘাটা থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here