হাওড়া দিব্রুগর গামি কামরূপ এক্সপ্রেসের ইঞ্জিন কাফলার বিকল, চরম ভোগান্তিতে যাত্রীরা।

0
269

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- হাওড়া দিব্রুগর গামি কামরূপ এক্সপ্রেসের ইঞ্জিন কাফলার বিকল, চরম ভোগান্তিতে যাত্রীরা। শুক্রবার সকালে নিউ জলপাইগুড়ি জংশন থেকে ছেড়ে জলপাইগুড়ি রোড স্টেশনে এসেই থমকে যায় দূরপাল্লার এই ট্রেনের যাত্রা।
ট্রেনে গৌহাটির উদ্দেশ্যে যাত্রা করা যাত্রী প্রতিম দাস আক্ষেপের সুরে বলেন, এখানেই ট্রেন প্রায় তিন ঘন্টা থেকে দাড়িয়ে, সঠিক ভাবে কোনো ব্যাবস্থাই নেই, কখন যে গৌহাটি পৌঁছতে পারবো জানি না।
অপরদিকে কামরূপ এক্সপ্রেসের মতো দূরপাল্লার ট্রেনের যাত্রা থমকে যাওয়ায় ইতিমধ্যে রেল বিভাগে চাঞ্চল্য দেখা দিয়েছে।
জলপাইগুড়ি রোড স্টেশনের ইন চার্জ এই প্রসঙ্গে জানান, সকালে ট্রেনটি স্টেশনে ঢোকার পরেই নজরে আসে ইঞ্জিন থেকে কামরার সংযোগকারী কাফলারে সমস্যা, সেই থেকেই ট্রেনটিকে আটকে রাখা হয়েছেন রেলের সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা কাজ সুরু করেছে দ্রুত কাজ চলছে।
পাশাপাশি যাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় সেই বিষয়টি ও দেখা হচ্ছে, যেহেতু এটি মেইন লাইন সেই জন্যে এই মুহূর্তে অন্যান্য ট্রেনের যাত্রা পথ চালু রাখার ওপর জোর দেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here