বিশিষ্ট চৈতন্য গবেষক, শিক্ষাবিদ, সাহিত্যিক হরিদাস চট্টোপাধ্যায় স্মরণ উৎসব ।

0
390
সুদীপ সেন, বাঁকুড়া:-রবিবার গভীর উৎসাহ ও উদ্দীপনার সাথে  বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক, প্রখ্যাত ঐতিহাসিক ও বড়ু চন্ডীদাস গবেষক হরিদাস চট্টোপাধ্যায় স্মরণে তুলসী চন্দন পত্রিকার উদ্যোগে বাঁকুড়ার  ছাতনার কামারকুলি সংলগ্ন জ্ঞান ভবনে একটি স্মরণ সভা অনুষ্ঠিত হলো।

জমাটি এই সভায় আজ কবিতা পাঠ, লেখকদের সম্মান প্রদান ও হরিদাস চট্টোপাধ্যায় স্মারক সংখ্যা তুলসী চন্দন “তুমি আছো সকলের মাঝে” প্রকাশিত হলো।

এই গুণী মানুষের স্মরণসভায় উপস্থিতি ছিলেন বাঁকুড়ার অন্যতম লোকককবি কৃষ্ণদুলাল চট্টোপাধ্যায়, শুভাশিস হালদার, নাট্যকমী বিবেকানন্দ হাজরা, কবি ও শিক্ষক চন্দন কর্মকার কবি ও বাচিক শিল্পী ত্রিদিব চক্রবর্ত্তী, বিদ্যুৎ মুখোপাধ্যায়, সাহিত্যিক ত্রিলোচন ভট্টাচার্য সহ শতাধিক কবি, সাহিত্যিক ও নাট্য ব্যক্তিত্বরা।

সাহিত্য আলোচনা, হরিদাস বাবুর বিভিন্ন দিকের পর্যালোচনা ,কবিতা পাঠ সহ অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here