একদিকে নওশাদের মুক্তি অন্যদিকে ফুরফুরা শরীফের বাৎসরিক অনুষ্ঠানে বাস দেওয়া হয়েছে! মমতা ব্যানার্জির আসল রূপ চিনে ফেলেছে এই সম্প্রদায়, খেলা শুরু হয়েছে,মেদিনীপুরে এসে দাবি দিলীপের।

0
220

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বসন্ত উৎসবে যোগ দিতে মেদিনীপুরে এই দিন দৌড়ে এলেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ। তিনি এই দিন মেদিনীপুরের কর্নেলগোলা ধর্মা এলাকায় হরিমন্দিরে হোলি উৎসবে যোগ দেন। সেখানে আবির রঙে রঙিন হয়ে এরপর আরেকটি কর্মসূচিতে যোগ দিয়ে খড়গপুরের উদ্দেশ্যে রওনা দেন। সেখানেও তিনি হোলি উৎসবে যোগদান করেন। এই দিন কাছে পেয়ে মেদিনীপুরের সাংসদ কে আবির মাখিয়ে রঙিন করে তুললো এলাকার মানুষজনসহ বিজেপির নেতা কর্মী ও সমর্থকেরা। হোলি উৎসবের পরেই সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি সর্বভারতীয় নেতা দিলীপবাবু। দিলীপ ঘোষকে কাছে পেয়ে সাংবাদিকরা নওশাদের মুক্তি ও উপনির্বাচনে হার প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন একজন নির্দোষ মানুষকে ৪০ দিন জেলে রেখেছেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি ভেবেছিলেন ওরা ওদের কেনা গোলাম। তবে আস্তে আস্তে মমতা ব্যানার্জির রূপ চিনে ফেলেছে এই সম্প্রদায়ের মানুষজন।তাই তাদের মধ্যে হালচাল শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে ফুরফুরা শরীফের বাস দিয়ে মমতা ব্যানার্জি তার আসল রূপ দেখিয়ে দিয়েছেন ওই সম্প্রদায়ের কাছে।ওখানকার মানুষেরা বুঝতে পেরেছেন যে মমতা ব্যানার্জি তাদের কিভাবে গোলাম বানিয়ে রাখার চেষ্টা করেছিলেন।তাই ওই সম্প্রদায়ে মানুষ এখন মমতা ব্যানার্জি থেকে দূরে থাকতে চাইছেন।এরপর অনুব্রতর গ্রেপ্তার প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন এইতো সবে শুরু হয়েছে। একে একে সব নেতা মন্ত্রীরা ধরা পড়বে শুধু সময়ের অপেক্ষা। এরপর আপনারাও চুপ হয়ে যাবেন আর কাল থেকে কেউ অনুব্রতর নামও নেবে না। তিনি বাকিদের ধরা প্রসঙ্গে বলেন একজন ধরা পড়েছে এখনো অনেকে বাকি আছে আস্তে আস্তে সবাই ধরা পড়বে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here