পূর্ব বর্ধমান জেলা সিপিআইএম কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করলেন মহম্মদ সেলিম।

0
112

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে নিশানা করে বলেন ” পশ্চিমবঙ্গ সরকার হল দুর্নীতির গ্রস্ত একটা সরকার। বেশিরভাগ চাকরি হয়েছে দু নম্বরি করে তার মধ্যে হল শিক্ষক সিভিক ভলেন্টিয়ার এছাড়াও অনেক কিছুই আছে। মহম্মদ সেলিম কেন্দ্র এবং রাজ্য সরকার উভয় পক্ষকেই বিভিন্ন ইস্যুতে দোষারোপ করেন । সোমবার মহম্মদ সেলিম আরও বলেন, নাকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিল্লিতে গিয়ে মোহন ভগবতের সঙ্গে দেখা করে সেটিংকরেন।এছাড়াও বিজেপি-তৃণমূল দুই সরকার আপোষ করে একে অপরের পিঠ বাঁচিয়ে চলছেন। এছাড়াও তিনি বলেন,যারা ফাঁকা খাতা জমা জমা দিয়েছেন তাদের চাকরি হয়ে গেল এবং যারা অরিজিনালি পাশ করেছেন তারা কলকাতার নবান্নতে ধরনা দিতে গেলে পুলিশ তাদেরকে লাঠিচার্জ করেন এবং এবং কয়জনকে গ্রেফতারও করেন পুলিশ এটাই হলো পশ্চিমবঙ্গের রাজনীতি। সাংবাদিক সম্মেলনে মহম্মদ সেলিম বলেন, আমাদের আমলে শিল্পের জন্য বাণিজ্য সম্মেলন টিসিএস এবং আরও অন্যান্য কোম্পানি এগিয়ে আসতো। আর এখন এই সরকারের আমলের কোন কিছুই হয় না।
বর্তমান রাজ্য সরকার লুটের সরকার বলে মহম্মদ সেলিম দাবী করেন সোমবার সাংবাদিক বৈঠকে।
পাশাপাশি বিজেপি নেতা শুভেন্দু আধিকারিকে নিয়েও তোপ দাগতে ছাড়েননি সেলিম। মহম্মদ সেলিম বলেন, শুভেন্দু অধিকারী তিনি যখন পরিবহন মন্ত্রী ছিলেন তখন প্রচুর পরিমাণে কন্ট্রাক্টচুয়াল ড্রাইভার নিয়োগ করেছিলেন পঁচিশ হাজার টাকার বিনিময়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here