বিজেপির কিষাণ মোর্চার ডাকে আজ “কলকাতা চলো” অভিযান ।

0
1174

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- বিজেপির কিষাণ মোর্চার ডাকে আজ “কলকাতা চলো” অভিযান ।”কৃষি বাঁচাও কৃষক বাঁচাও” এই প্রতিবাদে তাদের আজকের মহা মিছিল কলেজ স্কোয়ার থেকে রানী রাসমণি রোড ধর্মতলা। কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য না পাওয়ার কারণে তাদের আত্মহত্যা করতে হচ্ছে।বাঙালির নিত্য প্রয়োজনীয় যে সবজি আলু সেই আলু চাষ করে চাষিরা সঠিক মূল্য পাচ্ছে না। কিন্তু এদিকে বাজারে প্রতি কেজি আলু কুড়ি টাকা দরে বিক্রি হচ্ছে। আর সারের দামেরও বৃদ্ধি ঘটেছে। ঋণের ভারে ডুবছে কৃষক সমাজ। তাই সমস্ত দিক থেকে বঞ্চিত অসহায় কৃষকদের আত্মহত্যার পথই বেছে নিতে হচ্ছে।এই প্রতিবাদে কলকাতার রাজপথে নেমেছে বিজেপির কিষান মোর্চা। আর তাদের এই প্রতিবাদে নেতৃত্ব দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাহুল সিনহা, অগ্নিমিত্রা পল এবং কিষাণ মোর্চার রাজ্য সভাপতি মহাদেব সরকার, তাছাড়া অন্যান্য বিশিষ্ট নেতৃত্বরাও উপস্থিত ছিলেন। কৃষকদের এহেন হেনস্থার কারণে তারা তীব্র প্রতিবাদ জানিয়েছেন, এবং কৃষকদের এই অবস্থার কারণে তারা বর্তমান সরকারকে দায়ী করছেন।