পশ্চিমবঙ্গের সাড়া জাগানো সোনামুখীর মনোহর দাসের মহোৎসবের আজ শেষ দিন।

0
374

আবদুল হাই, বাঁকুড়াঃ পশ্চিমবঙ্গের সাড়া জাগানো সোনামুখীর মনোহর দাসের মহোৎসবের আজ শেষ দিন। প্রতিবছর মহোৎসব মেলা শুরু হয় শুভ রামনবমী তিথিতে। এটি একটি বৈষ্ণব সম্প্রদায়ের উৎসব। মেলা চলবে, আরো চার দিন। মেলা বসেছে অনেক জায়গায়। সোনামুখী পরিণত হয়েছে গুপ্ত বৃন্দাবনে। কীর্তন আর বাউল গানে মাতোয়ারা গোটা সোনামুখী। সকাল থেকে সারারাত, ভোর পর্যন্ত চলছে নাম সংকীর্তন, পালা কীর্তন, বাউল গান। কেবল এক জায়গায় নয়, সোনামুখীর অলিতে গলিতে, চতুর্দিকে চলছে বাউল গান, অজস্র জায়গায়। চলছে নরনারায়ণের সেবা । পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন জনপ্রিয় কীর্তন শিল্পী আর বাউল শিল্পীরা। পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন প্রচুর সাধু, সন্ন্যাসী, বাউল শিল্পী, কীর্তন শিল্পী আর হাজার হাজার দর্শনার্থী। আধ্যাত্বিক চেতনায় সমৃদ্ধ হতে চলে আসুন সোনামুখীর মহোৎসবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here