রামনবমী মিছিল ঘিরে উত্তপ্ত হাওড়া শিবপুর জ্বললো গাড়ি নামলো র‍্যাফ।

0
121

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া: – রামনবমী উপলক্ষে বৃহস্পতিবার শিবপুরে চলল শোভাযাত্রা সে শোভাযাত্রাকে কেন্দ্র করে উত্তপ্ত হয় শিবপুর এলাকা। রাম নবমীর শোভাযাত্রায় ঢিল ছোরাকে কেন্দ্র করে বাধে গন্ডগোল বলে অভিযোগ। জ্বলল গাড়ি। সেই পরিপ্রেক্ষিতে চলল পুলিশ টহল। ৩৫ জনকে আটক করা হয়। শুক্রবারে আবার গন্ডগোল হয় নামলো র‍্যাফ । ১৪৪ ধারা জারি হয় শিবপুর এলাকায় জুড়ে। ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয় শুক্রবার থেকে। বিরোধী দল নেতা সিপির কাছে সিডি দিয়ে প্রকৃত দোষীদের শাস্তি জানান। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পরিস্থিতি কঠোর হাতে দমন করার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন। সিপি প্রবীন ত্রিপাঠি বললেন পরিস্থিতি আন্ডার কন্ট্রোলে আছে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। থমথম পরিস্থিতি স্বাভাবিক করার সব রকম প্রচেষ্টা চালাচ্ছেন প্রশাসন। অযথা জটলা না করা মাইকি প্রচার চলছে। সূত্রের খবর মোট ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী হাওড়ার বিষয়ে রাজ্যপালের কাছে জানতে চেয়েছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এনআইয়ের দাবি করেছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে সবরকম প্রচেষ্টা চালাচ্ছে হাওড়ার পুলিশ প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here