সাংসদ তহবিল থেকে সাড়ে সাতাশ কোটি টাকার ব্যয়ের অ্যাম্বুলেন্স আজও ভগ্নদশায় পড়ে আছে।

0
246

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ কেন্দ্র সরকারের স্বাস্থ্য তহবিল থেকে সাড়ে সাতাশ কোটি টাকা ব্যয়ের অ্যাম্বুলেন্স আজও ভগ্নদশায় পড়ে রয়েছে। জনগণের কাজে লাগাতে দিচ্ছে না বর্তমান সরকার ব্যক্তি স্বার্থে কাজে লাগাতে চাই তেমনি বিস্ফোরক মন্তব্য বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এর । সঠিক তথ্য নেই জানালেন কোতুলপুর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সমির বাগ ।করোনাকালে করোনা আক্রান্ত রোগীদের সেবা তে পরিষেবা পাওয়ার আবেদন করেছিলেন । মানুষের কাজেও লেগেছে । কেন্দ্র সরকারের ফান্ডের কথা উল্লেখ করলেও এই দাবি মানতে নারাজ কোতুলপুর ব্লক সভাপতি । যখন তিনি এই অ্যাম্বুলেন্স প্রদান করেছিলেন তখন তিনি তৃণমূলের সাংসদ ছিলেন ।এছাড়াও অভিযোগ সৌমিত্র খাঁ এলাকার মানুষের খোঁজ-খবর রাখেন না ।সৌমিত্র খাঁর বারে বারে দলবদল নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি কোতুলপুর ব্লক সভাপতি ।গাড়িটি যাদের কাছে ছিল তারা মানুষকে ঠিকঠাক পরিষেবা দিচ্ছিলেন না এমনকি মেইনটেনেন্স হচ্ছে না তাই মানুষ পরিষেবা পাচ্ছে না সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ।যখন এই সংস্থার আওতায় অ্যাম্বুলেন্সটি ছিল পরিষেবা ভাল ছিল ।এখন শাসক দলের হাতে চলে গেছে এই অ্যাম্বুলেন্সটি তাই মানুষ পরিষেবা পাচ্ছেন না এবং গাড়ির অবস্থা ঠিক নেই কাগজপত্র বৈধ নেই সংস্থার পক্ষ থেকে সুদীপ ঘোষ জানান ।সৌমিত্র খাঁ এর কোন প্রশ্নের জবাব দিতে ইচ্ছুক নয় স্থানীয় বাসিন্দা অ্যাম্বুলেন্সের তত্ত্বাবধানে থাকা ব্যক্তি কিরণ মিদ্দা। তিনি আরো জানান যে গত নির্বাচনের প্রাকমুহুর্তে সৌমিত্র খাঁ এর প্রাক্তন স্ত্রী সুজাতা মন্ডল খাঁ ঐ অ্যাম্বুলেন্স টির উপর আক্রমনাত্মক বক্তব্য পেশ করেছিলেন । এমনকি স্থানীয় ওই ব্যক্তিকে গুন্ডা আখ্যা দিয়েছিলেন সেই কারণে ক্ষুব্ধ স্থানীয়রা । ওই ব্যক্তি ব্যক্তি আরো জানান সৌমিত্র খাঁ এর প্রশ্নের উত্তর দেবেন না । এখন দেখার বিষয় ওই অ্যাম্বুলেন্স পরিষেবা স্থানীয় মানুষ আদৌ কি পাবে ? না এভাবেই নষ্ট হবে সাড়ে সাতাশ কোটি টাকা ব্যয়ের সরকারি অ্যাম্বুলেন্স?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here