পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- অবশেষে দীর্ঘদিনের দাবি পূরণ পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পৌরবাসীদের দীর্ঘদিনের দাবি ফায়ার স্টেশনের ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী,খেজুরির ঠাকুরনগরের মাঠ থেকে
প্রায় ৪৬৫ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের উদ্বোধন করেন, রাজ্যের মুখ্যমন্ত্রী, যার সঙ্গে পাঁশকুড়া পৌরসভার বিদ্যাসাগর উদ্যান সংলগ্ন ফায়ার স্টেশনেরও উদ্বোধন করেন, এই কর্মসূচি উপলক্ষে পাঁশকুড়া পৌরসভার দমকল কেন্দ্রের সামনে একটি অনারঙ্গড় অনুষ্ঠানের আয়োজন করা হয়, পাঁশকুড়া পৌরসভার চেয়ারপারসন নন্দকুমার মিশ্র তিনি খেজুরিতে প্রশাসনিক সবাই যোগ দেয়ার কারণে, তার অনুপস্থিতে পাঁশকুড়া থানার আই সি, আশিস মজুমদার, পাঁশকুড়া পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য ও পাঁশকুড়া পৌরসভার ফিন্যান্স অফিসার, এবং দমকল কেন্দ্রের আধিকারিকদের উপস্থিতিতে। এই উদ্বোধন কর্মসূচি টি সম্পন্ন হয়। সুতের খবর পাঁশকুড়া কোলাঘাটের পাশাপাশি জরুরী পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুর লাগোয়া পশ্চিম মেদিনীপুরেও পরিষেবা দিতে পারবে পাঁশকুড়ার দমকল কেন্দ্রটি, আপাতত ২৪ ঘন্টা দুটি করে ইঞ্জিন। মজুদ রাখা হচ্ছে পাঁশকুড়া দমকল কেন্দ্রে।
পাঁশকুড়া পৌরবাসীদের দীর্ঘদিনের দাবি ফায়ার স্টেশনের ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

Leave a Reply