শনিবার সকালে ফিতা কেটে ও নারিকেল ফাটিয়ে ৫১৪ মিটার রাস্তার শুভ শিলান্যাস করলেন হরিশ্চন্দ্রপুর-১ ব্লক (বি) সভাপতি মানিক দাস।

0
145

নিজস্ব সংবাদদাতা, মালদা:—কেটে গেছে স্বাধীনতার ৭৫ বছর।ভোট যায় ভোট আসে।এলাকার নেতাদের কাছ থেকে মিলেছে শুধু ভুরি ভুরি আশ্বাস কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।বর্ষার সময় এক হাঁটু কাদা ভেঙে রাস্তা পারাপার করতে হত ছাত্র ছাত্রী থেকে শুরু করে এলাকাবাসীর।গ্ৰামের মধ্যে ঢুকতো না এম্বুলেন্স। এতে চরম সমস্যায় পড়তেন এলাকার মানুষ।দীর্ঘ প্রতীক্ষার পর সেই সব ভোগান্তি থেকে মুক্তি পেলেন হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের নিয়ার গ্রামের বাসিন্দারা।শনিবার সকালে ফিতা কেটে ও নারিকেল ফাটিয়ে ৫১৪ মিটার রাস্তার শুভ শিলান্যাস করলেন হরিশ্চন্দ্রপুর-১ ব্লক (বি) সভাপতি মানিক দাস। এদিন শুভ শিলান্যাসে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য মুকাদ্দার আলি,অঞ্চল সভাপতি মিন্টু আলম ও আসপাক হোসেন,যুব সভাপতি নাহারুল হক ও জেলা কমিটির সদস্য রৌসান জামির

ব্লক সভাপতি মানিক দাস জানান,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ২৮ লক্ষ টাকা বরাদ্দে নিয়ার গ্রামে বাঁশ বাগান থেকে মাসুমের বাড়ি পর্যন্ত ৫১৪ মিটার কাচা রাস্তা কংক্রিটের ঢালাই কাজ শুরু হল শনিবার।এতে এলাকার মানুষ বর্ষার সময় চরম ভোগান্তি থেকে মুক্তি পাবেন।সামনে পঞ্চায়েত নির্বাচনে এলাকার মানুষ তৃনমূল প্রার্থীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করবেন বলে আশাবাদী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here