কৃষ্ণপুর আদিবাসী প্রাইমারী স্কুলে দুয়ারে সরকার ক্যাম্প।

0
94

সুদীপ সেন, বাঁকুড়া:- বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের অন্তর্গত ঢেঁকিয়া গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর আদিবাসী প্রাইমারী স্কুলে দুয়ারে সরকারের মূল ক্যাম্পটি অনুষ্ঠিত হলো সোম বার।

এর সাথে চুয়াবেরিয়া ও পাবোয়া তে হলো আউট রিচ ক্যাম্প।

এই ক্যাম্প এলাকা টি প্রধানত খেটে খাওয়া মানুষের প্রাধান্য।

এদিনের ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার, রেশন কার্ড, কাস্ট সার্টিফিকেট , ভবিষ্যত ক্রেডিট কার্ড, স্বাস্থ্য সাথী এর কাউন্টারে ভিড় ছিল চোখে পড়ার মতো।

এ ছাড়াও হেলথ চেক আপের ব্যবস্থাও ছিল এই ক্যাম্পে।

এই তীব্র গরমেও মানুষ নিজেদের প্রয়োজনে ক্যাম্পে এসে হাজির হয়।
লোক শিল্পী গোষ্ঠী তাঁদের সঙ্গীত পরিবেশন করেন এই ক্যাম্পে।

এইদিনের ক্যাম্পে উপস্থিত ছিলেন শালতোড়ার বিডিও শ্রীযুক্ত মানস কুমার গিরি, জয়েন্ট বিডিও শ্রীযুক্ত মিলন মালাকার, ও অন্যান্য ব্লক ও পঞ্চায়েতের আধিকারিক গণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here