তদন্ত তদন্তের মতো চলুক এতে আমাদের কিছু বলার নেই : ডঃ শশী পাঁজা।

0
161

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- সিবিআই পুকুর ও মোবাইল করতে করতে আড়াল হয়ে আছে রাজ্যের উন্নয়ন। এতে রাজ্যের উন্নয়ন ব্যাঘাত ঘটছে। তদন্ত তদন্তের মতো চলুক এতে আমাদের কিছু বলার নেই। তবে তদন্ত করতে হলে বিজেপির নেতাদেরও ডাকতে হবে । তাহলে তদন্তে অনেক সহযোগিতা হবে সিবিআই এবং ইডি আধিকারিকদের । আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এ দলীয় সভার পরে এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী ডঃ শশী পাঁজা।তিনি বলেন এই রাজ্যের বিজেপি কখনো বলেন তারা বাংলাকে গড়তে চান কখনো উত্তর প্রদেশ কখনো গুজরাট মডেল করে। কিন্তু উত্তর প্রদেশ এবং গুজরাটে কেমন রয়েছে মানুষ তা সকলেই জানে। তাই বাংলা বাংলা মডেল হিসেবেই থাকবে এমন কথাই বললেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী। শশী পাঁজা এদিন আরো বলেন বিজেপি নেতারা এই রাজ্যে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদ করেন না বিভিন্ন প্রকল্পে টাকা আটকে রাখা হয়েছে কেন্দ্রের তরফে তা সত্ত্বেও। এটা একটা সামাজিক অপরাধ। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন মন্ত্রী বিধায়কদের বলে দেন না তোমাদের আমি পোস্ট দিব তোমরা দুর্নীতি করে যাও। যারা দুর্নীতি করেছে তাদের যদি প্রমাণ হয় তাহলে তাদের শাস্তি তারাও চান।
এদিন তিনি আরো বলেন গত দুদিন আগে বিরোধী দলনেতা সভা করে গেছেন তাদের পাল্টা সভা আমরা করছি না।আমাদের পাল্টা সভা করতে হয় না যারা পালটি খায় তাদের পাল্টা সভা করতে হয়।তিনি এইদিন আরো মন্তব্য করলেন আগামীকাল ভারত বন্ধ আদিবাসীদের পক্ষ থেকে সেই বন্ধকে তিনি সমর্থন না করলেও বক্তব্যের মাধ্যমে তিনি বলেন আলোচনা করা হবে তাদেরকে নিয়ে। এই জনসভায় আদিবাসী মহিলারা তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন প্রায় আড়াইশো টি মহিলা।

উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর রানিং বুলেট ক্লাব মাঠ ময়দানে তৃণমূলের পক্ষ থেকে বিশাল জনসভার আয়োজন করা হয়। এই জনসভায় প্রধান বক্তা হিসেবে ছিলেন মন্ত্রী শশী পাঁজা এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী গোলাম রব্বানী,মন্ত্রী জ্যোৎস্না মার্ডি,প্রতিমন্ত্রী সাভিনা ইয়াসমিন,কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়,করণদীঘির বিধায়ক গৌতম পাল,রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন, কাউন্সিলর, পৌরসভার পৌরপতি রাম নিবাস সাহা,পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার,শহর সভাপতি রাজিব সাহা,সহ একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মীর এই অনুষ্ঠানে যোগ দেয়,

এই রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার তপনে যে তিন জন আদিবাসী মহিলাকে বিজেপি দল থেকে তৃণমূল দলে নেবার জন্য দন্ডি কাটার ব্যাবস্থা করে নাম করতে চেয়েছিলেন তারা তৃণমূল দলের শত্রু। অবিলম্বে তাদের তৃণমূল দল থেকে বহিস্কার করা উচিৎ বলে তিনি মনে করেন।রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে একটি তৃণমূলের দলীয় জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের প্রতি মন্ত্রী জ্যোৎস্না মার্ডি পরিষ্কার ভাষায় এই কথাগুলি বলেন।মন্ত্রী বলেন তৃণমূল দলের নেত্রী তাদেরকে এই ধরনের কোন শিক্ষা দেয়নি।মন্ত্রী বলেন দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।তৃণমূলের অন্দরে এই ধরনের নেতাদের এক্ষুনি বের করে না দিলে ভবিষ্যতে দলের ভীষন ক্ষতির মুখে পড়তে হবে বলে তিনি জানান।মন্ত্রী জ্যোৎস্না মার্ডি বলেন মানুষ তৃণমূল দলকে কাজের নিরিখে ভোট দেবে।


এই রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার তপনে যে তিন জন আদিবাসী মহিলাকে বিজেপি দল থেকে তৃণমূল দলে নেবার জন্য দন্ডি কাটার ব্যাবস্থা করে নাম করতে চেয়েছিলেন তারা তৃণমূল দলের শত্রু। অবিলম্বে তাদের তৃণমূল দল থেকে বহিস্কার করা উচিৎ বলে তিনি মনে করেন।রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে একটি তৃণমূলের দলীয় জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের প্রতি মন্ত্রী জ্যোৎস্না মার্ডি পরিষ্কার ভাষায় এই কথাগুলি বলেন।মন্ত্রী বলেন তৃণমূল দলের নেত্রী তাদেরকে এই ধরনের কোন শিক্ষা দেয়নি।মন্ত্রী বলেন দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।তৃণমূলের অন্দরে এই ধরনের নেতাদের এক্ষুনি বের করে না দিলে ভবিষ্যতে দলের ভীষন ক্ষতির মুখে পড়তে হবে বলে তিনি জানান।মন্ত্রী জ্যোৎস্না মার্ডি বলেন মানুষ তৃণমূল দলকে কাজের নিরিখে ভোট দেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here