সকাল থেকে আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকা বাংলা বন্ধের প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিন দিনাজপুর জেলা জুড়ে।

0
144

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- সকাল থেকে আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকা বাংলা বন্ধের প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিন দিনাজপুর জেলা জুড়ে। জানা গেছে ভোরবেলা বেশ কয়েকটি সরকারী বাস স্ট্যান্ড থেকে বেরোলে তার চিত্রটা বদলে গেল বেলা গড়াতে। বালুরঘাট মঙ্গল পুর এলাকায় রাস্থা আটকে অবরোধ করে আদিবাসীরা, যদিও গোটা শহর জুড়ে পুলিশি নিরাপত্তা অনেকটাই বাড়ানো হয়েছে। সরকারি বেসরকারি গাড়ি দেখা নেই এখনো দোকান পাট সাধারণ দিনের থেকে অনেকটাই কম খুলেছে বলে জানিয়েছে সিঙ্গেল অভিযানের নেত্রী বর্গ। মূলত তাদের দাবি দন্ডী কাণ্ডে তৃণমূলের প্রাক্তন মহিলা জেলা সভাপতি প্রদিপতা চক্রবর্তীকে এরেস্ট করতে হবে। এছাড়া আরো ৩ দফায় আজ ১২ গন্টার বাংলা বন্ধ ডাকা হয়। আদিবাসী সেঙ্গেল অভিযানের তরফ থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here