আজ রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলা পুলিশ সুপারের দপ্তরে সাংবাদিক সম্মেলন করলেন জেলা পুলিশ সুপার সানা আক্তার।

0
228

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- গতকাল দুর্ভাগ্যজনক ভাবে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের সাহেব ঘাটায় একটি কিশোরী মেয়ের মৃতদেহ পাওয়া যাবার পর সেখানে সঙ্গে সঙ্গে পুলিশের আধিকারিকরা পৌঁছে যায়। এরপর তারা যখন সেই মৃতদেহকে উদ্ধার করার চেষ্টা করে। সেই সময় পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা দুজনকে আটক করেছি। এরপর ময়না তদন্ত করার জন্য আমরা সেই মৃতদেহকে রায়গঞ্জে মর্গে পাঠিয়ে দেওয়ার পর সেটা পরিবারের মানুষদের সামনেই ময়না তদন্ত হয়। প্রাথমিকভাবে যেটা পাওয়া যাচ্ছে রিপোর্টে তাতে মনে করা হচ্ছে বিষ খেয়ে আত্মহত্যা করেছে সেই কিশোরী। আজ রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলা পুলিশ সুপারের দপ্তরে এক সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন জেলা পুলিশ সুপার সানা আক্তার। তিনি আরো বলেন এই ঘটনায় যারা যারা যুক্ত থাকতে পারে বলে তাদের সন্দেহ রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুইজনকে তার মধ্যে এরেস্ট করা হয়েছে। পরিবারের তরফ থেকে যে অভিযোগ করা হয়েছে লিখিতভাবে তার ভিত্তিতে পুলিশ কেস স্টার্ট করেছে। এ ছাড়া তিনি বলেন গতকাল যে পরিস্থিতির মধ্য দিয়ে মৃত কিশোরীর দেহ নিয়ে যাওয়া হচ্ছিল সেটা একপ্রকার বাধ্য হয়েছিল পুলিশ কারণ সেই সময় উত্তেজিত ছিল জনতা তারা কোনভাবেই মৃতদেহ নিয়ে যেতে দিচ্ছিল না। তবে এই ঘটনায় পুলিশের তরফে যদি কারো কোন গাফিলতি থাকে তাহলে সে ব্যাপারে বিভাগীয় তদন্ত করা হবে বলে তিনি জানান। তিনি বলেন গতকালের পর আজকে যে আবার উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল তাকে সামাল দেয়ার জন্য বাধ্য হয়ে পুলিশকে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুড়তে হয়।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here