নদীয়ার সীমান্তে রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার এলেন।

0
1176

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- এযাবৎকাল বনগাঁ পেট্রোপোলে সড়কপথে ভারত বাংলাদেশ যোগাযোগে অত্যন্ত চাপ বাড়ছিলো। নদীয়ার সীমান্তবর্তী পাঁচটি লোকসভায় একমাত্র ট্রেন পথে যোগাযোগ গেদেতেই ছিলো। ফলে পণ্য পরিবহনের জন্য হয় ট্রেন না হলে বনগাঁ বর্ডারের উপর নির্ভর করতে হতো দু দেশের ব্যবসায়ীদের। তবে অল্প দিনের মধ্যেই সেই মুশকিল আসান হতে চলেছে দু’দেশের ঐকান্তিক প্রচেষ্টায়।
বাংলাদেশ এ বিষয়ে আশি বিলিয়ন অর্থ মঞ্জুর করলেও, ভারতের অনুসন্ধানড় ডিজাইন প্রস্তুত হলেও অর্থ মঞ্জুর হয়নি এখনো। তবে সংসদ জগন্নাথ সরকার বলেন অল্পদিনের মধ্যেই কেন্দ্রীয় সরকার বৃহৎ পরিমাণ অর্থ বরাদ্দ করতে চলেছেন স্থলববন্দরন নির্মাণে। কিন্তু সেই অপেক্ষায় না থেকে দ্রুত কাজ সম্পন্নের জন্য প্রয়োজনীয় চৌদ্দ ফুট চওড়া ৮৫০মিটার আপ এবং ২৭৫ মিটার ডাউন ত দুটি রাস্তা নির্মাণের অর্থ মঞ্জুর করেছেন নিজের তহবিল থেকে। তবে তিনি আশাবাদী, এই কাজ চলার মধ্যেই কেন্দ্রীয় ব্যয় বরাদ্দ মঞ্জুর হয়ে যাবে এবং ভারতের মধ্যে একমাত্র নদীয়ার সাথে যেমন বাংলাদেশের রেলপথ যোগাযোগে গৌরবান্বিত হয়েছে নদীয়া বাসি তেমনি, সড়ক পথেও হতে চলেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here