নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- রোববার জলপাইগুড়ি পুরসভার বিরূদ্ধে ওঠা পাহাড় সম দূর্নীতির বিরূদ্ধে জাতীয় কংগ্রেস দলের টাউন ব্লকের পক্ষ থেকে আয়োজিত পথ সভায় যোগ দিতে এসেছেন, প্রদেস কংগ্রেসের মুখপাত্র আইনজীবী কৌস্তভ বাগচী।
শহরের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে জানতে চাইলে, কৌস্তভ বাগচী প্রথমেই বলেন, এই শহরের পৌরসভার ভাইস চেয়ারম্যান তিনি নাকি নিজেকে জলপাইগুড়ির মালিক ভাবতে শুরু করেছেন, এই শহরে জোড়া আত্নহত্যার ঘটনায় অভিযুক্ত হওয়া সত্বেও স্রেফ শাসক দলের নেতা বলেই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। জলপাইগুড়ি পৌরসভা তো দূর্নীতির পাহাড় হয়ে রয়েছে। এই বিষয়গুলোর বিরুদ্ধেই নিয়েই টাউন ব্লক কংগ্রেসে পক্ষ থেকে লাগাতার প্রতিবাদ আন্দোলন সংগঠিত করা হচ্ছে, সেই আন্দোলনে সামিল হতেই এই শহরে পা রাখা।
Home রাজ্য উত্তর বাংলা দলীয় সভায় যোগ দিতে শহরের এসেই পুরসভার ভাইস চেয়ারম্যান নিজেকে জলপাইগুড়ির মালিক...