উজবেকিস্তানে অনুষ্ঠিত পঞ্চম যুব এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার দৌড়ে স্বর্ণ পদক রেজওয়ানা মল্লিক হেনার, আজ ২০০ মিটারেও রয়েছে সম্ভাবনা।

0
498

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদিয়ার ধুবুলিয়ার সোনডাঙ্গা গ্রামের রেজওয়ানা মল্লিক হেনা উজবেকিস্তানে অনুষ্ঠিত পঞ্চম যুব এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার দৌড়ে স্বর্ণ পদক জিতল। শুধু এখানেই খান্ত নয়, খুদে দৌড়বাজ।
রবিবার অর্থাৎ আজ ভারতীয় সময় সন্ধ্যে ৬টা ২২ মিনিটে ৪১৪ নম্বর ইভেন্টে ২০০ মিটার ফাইনালে নামবে সে। ছোটবেলা থেকেই সোনডাঙ্গা জুবলি ক্লাবের মাঠে দৌড় প্র্যাকটিস করেছিলো রেজওয়ানা।
এরপর স্কুলে এবং জেলা স্তরে বিভিন্ন ধরনের ম্যারাথনে তার পুরস্কার পাওয়ার বহরে,
বাবা-মা তাকে ব্যাঙ্গালোরে একটি কোচিং ক্যাম্পে ভর্তি করান, কখনো মা গিয়ে থাকেন কখনো বা পরিবারের অন্য কোনো সদস্য। ।রেজওয়ানার বাবা পূর্ব সোনডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক। তাই তিনি ধারাবাহিকতার সাথে থাকতে পারেনা।
এর আগেও আসামে ন্যাশনাল গেমে ৫২. ৯৮ সেকেন্ডে ৪০০ মিটার অতিক্রান্ত করে সর্বনিম্ন সময়ের রেকর্ড করেছে সে। দেশের উজ্জ্বল নক্ষত্র হিসেবে সে বড় হয়ে উঠেছে। অনূর্ধ্ব ১৬ ,অনুর্ধ ১৭ বিভাগে দেশের মুখ উজ্জ্বল করেছে সে।
তার জন্য আমাদের সংবাদমাধ্যমের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভকামনা। তবে আগামীকাল আরও বিস্তারিত জানবো তার কৃতিকথা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here