মহান স্বাধীনতা সংগ্রামী, প্রীতিলতা ওয়াদ্দেদার এর জন্মদিন পালন ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন।

0
644

কলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ- আজ জয়প্রকাশ জনতা দল পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, র উদ্যোগ এ মহীয়সী বীরাঙ্গনা, মহান স্বাধীনতা সংগ্রামী, প্রীতিলতা ওয়াদ্দেদার এর জন্মদিন পালন ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন অনুষ্ঠান,
আজ কলকাতার রেড রোডে, প্রীতিলতা ওয়াদ্দেদার, এর মূর্তির পাদদেশে জয়প্রকাশ জনতা দল পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির নেতৃবৃন্দ তার মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এই শ্রদ্ধাঞ্জলি নিবেদনঅনুষ্ঠানে, জয়প্রকাশ জনতা দলের, রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক, অশোক দাস ,পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির মহিলা শাখার সভানেত্রী, প্রীতিলতা ঘোষ, রাজ্য কমিটির সাধারণ সম্পাদিকা মৌসুমী বিশ্বাস, কলকাতা জেলা কমিটির, সভাপতি ত্রিদিব দে, সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জয়প্রকাশ জনতা দলের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক অশোক দাস, মহান স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী বীর মাস্টারদা সূর্যসেনের সহকর্মী বীরাঙ্গনা স্বাধীনতা সংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদার সম্বন্ধে বক্তব্য রাখেন। তিনি বলেন প্রীতিলতা ওয়াদ্দেদার মেধাবী ছাত্রী ছিলেন, তিনি চট্টগ্রাম ও ঢাকা থেকে পড়াশোনা শেষ করে, কলকাতার বেথুন কলেজ থেকে বিএ পাস করেন, ওই বৎসর প্রীতিলতা ওয়াদ্দেদার বেথুন কলেজে মহিলাদের মধ্যে প্রথম হয়, তিনি মাস্টারদা সূর্যসেন এর আদর্শে অনুপ্রানিত হয়ে, ১৯৩২ এর ২৩ শে সেপ্টেম্বর চট্টগ্রাম শহরের ইউরোপিয়ান ক্লাব, আক্রমণ করে ইংরেজ সেনা অফিসারদের অনেককে আহত নিহত করেন।, তিনি ও তার সংগ্রামী সাথীগণ, প্রবল বিক্রমে যুদ্ধ করেন, সেই যুদ্ধে প্রীতিলতা ওয়াদ্দেদার পায়ে গুলিবিদ্ধ হন, মাস্টারদার নির্দেশে, তিনি এই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিলেন, গুলিবিদ্ধ অবস্থায় অন্যান্য সাথীদের
নিরাপদ জায়গায় যাওয়ার জন্য নির্দেশ দেন, তিনি নিজে সায়ানাইড বিষ খেয়ে ভারত মাতার কোলে মৃত্যুবরণ করেন।
প্রীতিলতা ঘোষ,ত্রিদিব দে,মৌসুমী বিশ্বাস,ও অন্যান্য সকল নেতৃবৃন্দ মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
জয়প্রকাশ জনতা দল পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির মহিলা সভানেত্রী প্রীতিলতা ঘোষ দ্বারা প্রচারিত।
7477884325,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here