বাংলাদেশের জেল থেকে মুক্তি  পেল এক ভারতীয় ।

0
1077

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বাংলাদেশের জেল থেকে মুক্তি  পেল এক ভারতীয় । নদীয়ার চাপড়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কৃষি জমিতে শ্রমিকের কাজ করতে গিয়ে বি জি বির হাতে গ্রেপ্তার হওয়ার পর বাংলাদেশ থেকে জেল খেটে দীর্ঘ ১৫ মাস পর নিজের দেশ ভারতের মাটিতে ফিরে আসলেন এক ব্যক্তি। জানা গেছে, নদিয়ার চাপড়া থানার ব্রহ্মনগর এলাকার বাসিন্দা নাসির শেখ পেশায় একজন শ্রমিক। ১৫ মাস আগে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ব্রহ্মনগর আনন্দবাস এলাকায় কৃষি জমিতে শ্রমিকের কাজ করতে গিয়ে বি জি বির হাতে গ্রেপ্তার হয় । এরপর বি জি বির পক্ষ থেকে বাংলাদেশ এলাকার স্থানীয় পুলিশের হাতে তুলে দেয়া হয় । বাংলাদেশ পুলিশ প্রশাসন মারফত বাংলাদেশের আদালতে পেশ করা হয়। সীমান্ত পার করার অপরাধের অভিযোগে আদালত তাঁকে দুই মাস জেল হেফাজতের নির্দেশ দেয়। এরপর ভারত সরকারের উদ্যোগে দীর্ঘ ১৫ মাস পর বাংলাদেশ থেকে মুক্তি পাওয়ার পর শনিবার ফিরল গেদে সীমান্ত দিয়ে ভারতের মাটিতে প্রবেশ করে। ভারত ও বাংলাদেশের দুই দেশের বিএসএফ ও বিজেপি সহ দুই দেশের পুলিশ প্রশাসনের উপস্থিতিতে ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে ভারতে ফেরত । দীর্ঘদিন পর বাড়িতে ফিরতে পেরে খুবই ভালো লাগছে বলে জানান নাসির বাবু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here