কামাখ্যাগুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক কৃষ্ণেন্দু ঠাকুর এর সাথে দুর্ব্যবহারের এবং গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠল রোগীর আত্মীয়দের বিরুদ্ধে।

0
327

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- চিকিৎসকের সাথে দুর্ব্যবহারের এবং গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠল রোগীর আত্মীয়দের বিরুদ্ধে।ঘটনায় ব্যাপক চঞ্চল্য আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়িতে। রবিবার দুপুরে কামাখ্যাগুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরত অবস্থায় ছিলেন চিকিৎসক কৃষ্ণেন্দু ঠাকুর। সে সময় মোটর সাইকেল দুর্ঘটনায় কবলে পড়া এক ব্যক্তিকে নিয়ে আসে বেশ কয়েকজন। তারা কর্তব্যরত চিকিৎসক কৃষ্ণেন্দু ঠাকুরের উপর দুরব্যবহার এবং গায়ে হাত তুলেন এমনটাই অভিযোগ করেন কর্তব্যরত ওই চিকিৎসক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ এবং পরবর্তীতে পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই বিষয়ে কুমারগ্রাম ব্লকের বিএমওএইচ অতুনু ভট্টাচার্য বলেন ,খুবই নিন্দাজনক ঘটনা।একজন চিকিৎসক অসুস্থ রয়েছে বাকি চিকিৎসকরা দিবা-রাত্রী পরিষেবা দিচ্ছে এই ধরণের ঘটনা কখনই কাম্য নয়। এই ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসক কৃষ্ণেন্দু ঠাকুর বলেন, গোটা বিষয়টি ব্লক স্বাস্থ্য আধিকারিকে জানিয়েছি এবং পরবর্তী সময়ে পুলিশে লিখিত আভিয়োগ জানানোর কথা ভাবছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here