পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার এগারায় বিস্ফোরণের কান্ডে তৃনমূল নেতা ভানু বাগের গ্ৰেপ্তারের দাবীতে ও মূখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে ও সরকারি স্কুল খোলার দাবীতে বৃহস্পতিবার রাতুলিয়া বাজারে ১১৬ নম্বর জাতীয় সড়ক পথ অবরোধ করে চলে বিক্ষোভ কর্মসূচি করলো বাম সংগঠনের ছাত্র যুব সংগঠন। স্কুল খোলার দাবীতে এই দিন চারজন স্কুল পড়ায়ার হাতে স্কুল খোলার পোস্টার ধরিয়ে চলে বিক্ষোভ। এইদিন প্রায় আধ ঘন্টা ধরে চলে বিক্ষোভ কর্মসূচি ও পথ অবরোধ। অবরোধের জেরে জানজটের সৃষ্টি হয়। পরে পাঁশকুড়া থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয় ও যান চলাচল স্বাভাবিক করে।
১১৬ নম্বর জাতীয় সড়ক পথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি করলো বাম সংগঠনের ছাত্র যুব সংগঠন।

Leave a Reply