এবছর আমের ফলন অত্যাধিক হওয়ার কারণে, ষষ্ঠীর বাজারে আমের দাম পাচ্ছেন না নদীয়ার আম চাষিরা।

0
618

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- এবছর আমের ফলন অত্যাধিক হওয়ার কারণে, ষষ্ঠীর বাজারে আমের দাম পাচ্ছেন না নদীয়ার আম চাষিরা। পাইকারি দাম কুড়ি থেকে ২২ টাকা দরে বিক্রি হচ্ছে স্থানীয় বাজারে। বাজারে প্রচুর আম চলে আসায় একেবারেই দাম নেই। এমনকি? বাইরে পাঠিও দাম মিলছে না আমের। এবছর আবহাওয়া ঠিকঠাক থাকায় প্রচুর কামের ফলন লক্ষ্য করা গেছে। নদীয়া জেলার আরংঘাটা ,ফুলিয়া, শান্তিপুর, পায়রাডাঙ্গা সহ আশেপাশের বিস্তীর্ণ অঞ্চলে প্রচুর আমের চাষ হয়ে থাকে। এই সমস্ত এলাকায় প্রচুর হিমসাগর আম পাওয়া যায় যা কিনা স্বাদও গন্ধে যথেষ্টই সুনাম রয়েছে। গতবছর সেভাবে আমের ফলন না হওয়ার কারণে ভালো দাম পেয়েছিলেন আমের কারবারিরা, এবছর একেবারেই লোকসানের মুখ দেখছেন আম কারবারিরা। আর মাত্র দুটো দিন পরেই জামাইষষ্ঠী। জামাইষষ্ঠীর বাজারে প্রচুর ভালো ভালো আম বিক্রি হচ্ছে সস্তা দরে। নদীয়া জেলার আড়ংঘাটা ফুলিয়া এই সমস্ত অঞ্চল থেকে রাজ্যের প্রতিটি কোনায় কোনায় আম রপ্তানি করে থাকেন এখানকার আম কারবারিরা। এবছর বাইরে পাঠিয়েও লাভের মুখ দেখতে পারছেন না।