কালবৈশাখী ঝড়ের তান্ডবে লণ্ডভণ্ড হবিবপুর ব্লকের আইহো ঋষিপর,তিলাসহ সহ বিভিন্ন অঞ্চলের বিস্তীর্ণ এলাকা।

0
192

নিজস্ব সংবাদদাতা, হবিবপুর—-কালবৈশাখী ঝড়ের তান্ডব জেলায়। ব্যাপক ক্ষয়ক্ষতি মালদার হবিবপুর ব্লকের আইহো অঞ্চল সহ বিভিন্ন জায়গা জুড়ে।
রবিবার রাত্রে কালবৈশাখী ঝড়ের তান্ডবে লণ্ডভণ্ড হবিবপুর ব্লকের আইহো ঋষিপর,তিলাসহ সহ বিভিন্ন অঞ্চলের বিস্তীর্ণ এলাকা। আইহো অঞ্চলের।ঝরের দাপটে অন্য দিকে একাধিক এলাকায় কালবৈশাখী ঝড়ের তান্ডবে ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। জানা গেছে রবিবার রাত্রে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে এই সমস্ত এলাকার ভেঙে পড়েছে একাধিক বড় বড় গাছ উপরে পরেছে। রাস্তার উপর উল্টে গেছে বিদ্যুতিক পোল। বর্তমানে হবিবপুর বিভিন্ন জায়গা জুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। সোমবার সকাল হতেই আমি চলে উপরকেন্দুয়া হোরগ্রাম চেঁচাচন্ডী প্রায় পাঁচ থেকে ছয়টি গ্রামে এখনো বিদ্যুৎ পরিষেবা চালু হয়নি যার ফলে দেখা দিয়েছে জল সংকট বহু দূর দুরন্ত থেকে পানি জলের ব্যবস্থা করতে হচ্ছে এই নিয়ে খুব উপড়ে দিয়েছে গ্রাম এলাকার সদস্য সহ প্রশাসনের উপরে। এলাকাবাসীর অভিযোগ প্রায় ৪-৫ কিলোমিটার থেকে দূর থেকে পানি জল নিয়ে আসতে হচ্ছে আইহো ও সাদাপুর থেকে পানি জল নিয়ে আসতে হচ্ছে যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে অভিযোগ এখনো ঘটনা স্থলে পৌঁছায় স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য এবং অন্যান্য জনপ্রতিনিধিরা। যদিও এখনো পর্যন্ত সরকারি ভাবে পাণীয় জলের সাহায্যের ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here