বড় হয়ে মনোবিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিতি করতে চায় কোচবিহারের স্বাগতা চক্রবর্তী।

0
104

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: উচ্চমাধ্যমিক পরীক্ষার ৫৭ দিন পর পরীক্ষার ফলাফল বের হলো আজ। সেই ফলাফল অনুযায়ী রাজ্যের প্রথম দশের মধ্যে দশম স্থানে রয়েছে স্বাগতা চক্রবর্তী। সে কোচবিহার সুনীতি একাডেমির ছাত্রী। তার প্রাপ্ত নম্বর ৪৮৭। তার বাড়ি কোচবিহার শহর সংলগ্ন খাগড়াবাড়ি এলাকায়।

জানা গেছে,স্বাগতা চক্রবর্তী সুনীতি একাডেমির কলা বিভাগের ছাত্রী। সে বাংলায় ৯১, ইংরেজিতে ৯৮, ইকোনমিক্সে ৯৯, ভূগোলে ৯৩, ইতিহাসে ১০০ ও রাষ্ট্রবিজ্ঞানে ৯৭ নম্বর পেয়েছে। সে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে আসার পরেই বাবা-মাকে ফল ভালো হবে জানিয়েছিল। কিন্তু দশম স্থান অধিকার করবে বলে একেবারেই ভাবতে পারেনি সে। উচ্চমাধ্যমিক পাশ করার পর আগামীদিন মনোবিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিতি করতে চায় স্বাগতা চক্রবর্তী।

এদিন স্বাগতা চক্রবর্তী বলেন, আমার পড়াশুনার কোন নির্দিষ্ট সময় ছিল না। যেটুকু পড়তাম মনোযোগ সহকারে পড়তাম। আমার ৫ জন গৃহশিক্ষক ছিল। আমি পরীক্ষা দিয়ে এসে বাড়িতে বলেছিলাম আমার ভালো রেজাল্ট হবে। কিন্তু রাজ্যের মধ্যে দশম স্থান পাবো এটা আশা করি নি। আগামীদিনে আমি মনোবিদ হতে চাই। সেই নিয়েই ভবিষ্যতে পড়াশুনা করার ইচ্ছা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here