নমাবি গঙ্গা প্রকল্পে গঙ্গা দূষণ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতনতা জন্য প্রচার শুরু হল চলবে একমাস।

0
301

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া:-  গঙ্গা দূষণ রোধের জন্য নামামি গঙ্গা প্রকল্পের সৌজন্যে গঙ্গা মিশন লাইভ প্রকল্প চলবে একমাস যাবৎ গঙ্গা দূষণ রোধের সাধারণ মানুষকে সচেতনতার প্রচারের জন্য । বিভিন্ন অনুষ্ঠান এর মাধ্যমে ঘাট পার হাট বসলো। এই হাটে যেমন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিজের হাতে তৈরি জিনিস বিক্রি হবে সেইসঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক মূলক অনুষ্ঠানে চলবে। এমনই জানালেন সাঁকরাইলের বিডিও নাজির উদ্দিন সরকার। লুপ্তপ্রায় নাচ পুতুল নাচ থেকে শুরু করে সাংস্কৃতিক নৃত্য এবং বিভিন্ন সচেতনতা প্রচার হল এই ঘাট পার ঘাট সাঁকরাইল রাজগঞ্জ ঘাটে। গঙ্গারুতি হল গঙ্গার ঘাটে। ৫ই মে থেকে ৫ই জুন পর্যন্ত চলবে গঙ্গা মিশন লাইভ প্রকল্প । বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে গঙ্গা দূষণ রোধের সম্পর্কে সচেতনতা প্রচার চলবে । সাঁকরাইলের বিডিও জানালেন প্রথম দিকে শিশুদের জন্য ছিল বসে আঁকো প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, গঙ্গার ধার সংলগ্ন এলাকায় পরিষ্কার ও করা হয়। শুক্রবারে হলো ঘাটের পাড়ে হাট অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি জিনিস বিক্রি হল এই হাটে। এছাড়াও বিভিন্ন কুসংস্কারের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতনতা প্রচারের করার জন্য পুতুল নাচ হলো। লুপ্ত প্রায় এই নৃত্য শিল্প কে ধরে রাখতে প্রয়াস করা হলো জানালেন ভিডিও। উপস্থিত ছিলেন সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি সহ বিভিন্ন আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি প্রচার এবং তত্ত্বাবধানে ছিলেন সাঁকরাইলের বিডিও নাজির উদ্দিন সরকার। ৮ই জুন বিশ্ব পরিবেশ দিবসে শেষ হবে এই মিশন লাইভ প্রকল্প। ওই দিনই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আবার সচেতন করা হবে গঙ্গা দূষণ রোধ সম্পর্কে এমনই জানালেন বিডিও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here