দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানা মোড় এলাকায় প্ল্যাস্টিক দূষণ বন্ধকে থিম করে কর্মসূচি পালন করা হয়।

0
123

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বিশ্ব পরিবেশ দিবসে প্ল্যাস্টিক দূষণ বন্ধের বার্তা পরিবেশপ্রেমী সংগঠনের। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানা মোড় এলাকায় প্ল্যাস্টিক দূষণ বন্ধকে থিম করে কর্মসূচি পালন করা হয়। পরিবেশ রক্ষায় শিশু কিশোরদের আঁকা ছবি গাছের সামনে লাগিয়ে দেন উদ্যোক্তারা। পরিবেশপ্রেমী সংগঠন দিশারী সংকল্পের উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রিতীর সহযোগিতায় এই কর্মসূচি নেওয়া হয়। একই সাথে থানা মোড় এলাকায় পরিবেশ রক্ষায় শিশু কিশোরদের আঁকা ছবি প্রদর্শন করা হয়েছে। দিশারী সংকল্পের কর্ণধার তুহীন শুভ্র মন্ডল জানিয়েছেন, প্ল্যাস্টিক দূষণ বন্ধের বার্তা দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে।
***
বাইট সংগীত কুমার দেব
তুহিন শুভ্র মন্ডল
৷ পরিবেশ বীদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here