শহর থেকে দিনে দুপুরে টোটো চুরির ঘটনায় চাঞ্চল্য তৈরী হচ্ছে জলপাইগুড়ি টোটো চালকদের মধ্যে।

0
195

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ-সিসি ক্যামেরার মধ্যে দেখা গেছে চোর টোটো নিয়ে পালিয়ে যাচ্ছে। পুলিশের টোটো চালকদের আবেদন তাড়াতাড়ি উপযুক্ত ব্যবস্থা নিয়ে চোরকে ধরা। শহর থেকে দিনে দুপুরে টোটো চুরির ঘটনায় চাঞল্য তৈরী হচ্ছে জলপাইগুড়ি টোটো চালকদের মধ্যে।গত সোমবার শিল্প সমিতি পাড়া এনসিসি অফিসের পাশে রেখে দশ মিনিটের জন্য বাজারে যান এক টোটো চালক । হঠাৎ এসে দেখেন তার টোটো নেই।এরপর পুরো বিষয়টি জলপাইগুড়ি কোতয়ালী থানায় জানিয়েছেন চুরি যাবা টোটোর মালিক। কিন্তু সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে টোটো একজন নিয়ে পালিয়ে যাচ্ছে।আজ কয়েক দিন পার হবার পর ও টোটোর খোঁজ পাইনি সেই টোটো চালক। অথচ সেই টোটো দিয়েই তার সংসার চলে। কিন্তু আজকে সে কর্মহীন।তাই পুলিশ প্রশাসনের কাছে আবেদন তার টোটোটি ফিরিয়ে আনলে তার অনেক উপকার হবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here