মমতার সুস্থতা কামনা করে অনুব্রত ও নির্বাচন কমিশনারকে কটাক্ষ।

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- আর মাত্র একদিন পরেই রাজ্যজুড়ে পঞ্চায়েত নির্বাচন। আর তারই শেষ লগ্নে এবার বীরভূমে এলেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। এদিন দুবরাজপুর ব্লকের বক্রেশ্বরে বিজেপি প্রার্থীদের প্রচারে পথসভা করলেন তিনি। আর সেই সভামঞ্চ থেকেই এবার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কটাক্ষ করে বললেন, “হে ঈশ্বর তুমি আমাদের দিদির পায়ের ব্যথাটা ভালো করে দাও। দিদি সুস্থ থাকুন, দিদি ভাল থাকুন, দিদি আনন্দে থাকুন আমাদের ভাল রাখুন। ” এছাড়াও নির্বাচন কমিশনারকে নিয়েও কটাক্ষ করেন। তিনি বলেন, ” নির্বাচন কমিশনারের গোপটা অসুরের মতো দেখতে। ওই গোপ অসুর ছাড়া কারও হয় না। আজকে অসুর হয়ে পশ্চিমবঙ্গে এসে গণতন্ত্রের শেষ পেরেকটা পুঁততে এসেছে এই পঞ্চায়েত নির্বাচনে।” পাশাপাশি তিনি বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল প্রসঙ্গে নকুল দানা, গুড় বাতাসা, চড়াম চড়াম শব্দের অন্তিম পরিণতি কী হল আপনারা দেখতে পেলেন। আপনাদের ঘরের ছেলে, সোনার টুকরো ছেলে এখন চলে গেছে দিল্লিতে আপনাদের মায়া খাটিয়ে সপরিবারে আশ্রয় নিয়েছেন তিহার জেলে। তাছাড়াও মহম্মদবাজারের হিংলো পঞ্চায়েত এলাকার বিজেপির বুথ সভাপতির খুন প্রসঙ্গে জানান, ডেউচা-পাঁচামিতে তৃণমূল হারবে। ঐ পঞ্চায়েতে যদি তৃণমূল কংগ্রেস হেরে যায় তাহলে তৃণমূলের ফেস লস্‌ হবে। তাই এরকম ঘটনা ঘটিয়েছে তৃণমূল। কেষ্টকে নিয়ে বলেন, অনুব্রত কোনো ভিলেনও নয়, কোনো হিরোও নয়, অনুব্রত একটা মুখোশ মাত্র নাম মাত্র। নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে জানান, তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনে রেখেছে রক্ত চোষা অসুরকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *