শেষ পর্যায়ের প্রচার করেন বালুরঘাট বিধানসভার বিধায়ক ডঃ অশোক কুমার লাহিড়ী।

0
118

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-আসন্ন পঞ্চায়েত নির্বাচনের শেষ লগ্নে আজ পাঞ্জুল অঞ্চলের ডুমরণ সংসদে শেষ পর্যায়ের প্রচার করেন বালুরঘাট বিধানসভার বিধায়ক ডঃ অশোক কুমার লাহিড়ী।ডুমরন অঞ্চলে জান অশোক বাবু,সেখানে গিয়ে বিজেপির উন্নয়ন এর কথা তুলে ধরেন অই অঞ্চলের মানুষের কাছে, ভোটে পশ্চিম বাংলায় বিজেপি ক্ষমতায় এলে সিমান্ত বর্তী এলাকায় বৃহত উন্নয়ন এর কথা তুলে ধরেন।,যা তৃনমুল এখন পর্যন্ত কোন উন্নয়ন করে নি,তাই এবারের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থী দের জিতানোর প্রচার করেন অশোক বাবু।