সবার জন্য আইন এই ব্যাবস্থায় আরো একধাপ এগিয়ে গেলো জলপাইগুড়ি, বৃহস্পতিবার থেকেই লাইভ সার্কিট বেঞ্চ।

0
179

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- ইতিমধ্যেই জলপাইগুড়িতে অবস্থিত কলকাতা হাই কোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ থেকে আইনি সহায়তা পাচ্ছেন জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের মানুষ, এবার সেই আইনি ব্যাবস্থার আরো একটি সুবিধে সঙ্গে যুক্ত হলো উত্তরবঙ্গবাসি।
ব্রেহস্পতি বার থেকে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ওঠা বিভিন্ন মামলার শুনানি সরাসরি দেখা যাবে কলকাতা হাই কোর্টের ওয়বসাইট এর মাধ্যমে।
এই প্রসঙ্গে জলপাইগুড়ি বার এসোিয়েশনের প্রবীণ সদস্য বিশিষ্ঠ আইনজীবী কমল কৃষ্ণ ব্যানার্জি জলপাইগুড়ি প্রেস ক্লাবে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, এত দিন এই সুবিধে কলকাতা হাই কোর্টেই ছিলো, তবে ব্রেহস্পতীবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচার এক ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্যে দিয়ে জলপাইগুড়িতে অবস্থিত সার্কিট বেঞ্চে এই ব্যাবস্থার শুভ উদ্বোধন করেন।
এর ফলে এখন থেকে মামলার আবেদনকারী, থেকে সাংবাদিক সমাজের সব অংশের মানুষ সরাসরি উচ্চ্ আদালতের বিচার প্রক্রিয়া ঘরে বসেই দেখার সুযোগ পাবেন।