নির্বাচনের একদিন আগে ফের ভিডিও বার্তা প্রকাশ করলেন কেএলও সুপ্রিমো জীবন সিংহ।

0
467

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: – নির্বাচনের একদিন আগে ফের ভিডিও বার্তা প্রকাশ করলেন কেএলও সুপ্রিমো জীবন সিংহ। শুক্রবারের ভিডিও বার্তায় তিনি অভিযোগ করে বলেন,‘আপনারা দেখতে পারছেন না,নির্বাচনের নামে পুলিশ ও কলকাতার রাজনীতিকরা কীভাবে আমাদের মা-বোন সবার ওপর অত্যাচার চালাচ্ছে, নির্যাতন চালাচ্ছে। আমাদের কোচ কামতাপুরের জনগণকে হত্যা করছে। তারপরও আপনারা এসব দেখে যাবেন,এসব সহ্য করবেন। এসবের প্রতিবাদে আপনাদের গায়ের রক্ত গরম হয়ে ওঠে না ? আপনারা কি ভুলে গিয়েছেন আপনাদের শরীরে বীর চিলারায়ের বংশের রক্ত বইছে।’

জনগণের উদ্দেশে জোড় হাত করে জীবন সিংহ বলেন,‘আপনারা জেগে উঠুন। কলকাতার রাজনীতিক ও পুলিশি সন্ত্রাসের বিরুদ্ধে আপনারা কোমর বেঁধে লড়াইয়ে নামেন। আমাদের আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল যেটাই হোক আমাদের উদ্ধার করতে হবে। কলকাতার রাজনীতিকদের দাস হয়ে থাকবেন না, তাদের কথা শুনবেন না।’

যদিও বিষয়টি নিয়ে তৃণমূলের রাজ্য মুখপাত্র পার্থপ্রতিম রায় বলেন, ‘জীবন সিংহের বক্তব্যের কোনও গুরুত্ব নেই। তিনি তাঁর গুরুত্ব সম্পূর্ণ হারিয়েছেন। তাঁকে বিজেপি যেমনভাবে বলাচ্ছেন, তিনি সেভাবেই বলছেন।’ পাশাপাশি জীবন সিংহ কোচবিহার কেন্দ্রিক যেসব কথা বলছেন, এই ঘটনার পেছনে কোচবিহারের বিজেপির কোনও বড় নেতা রয়েছেন বলেও মন্তব্য করেন পার্থপ্রতিম।