ভোট উৎসবে সামিল হবার জন্য কাটা তারের বেড়ার গেট পার!

0
182

হিলি ( হাড়িপুকুর), নিজস্ব সংবাদদাতা:- এ যেন নিজ দেশে পরবাসি। বছরের পর বছর যতই অভাব অভিযোগের জীবন যন্ত্রনা নিয়ে সীমান্তের জীরো পয়েন্টে কাটলেও ভোট আসলে কিন্তু সেই যন্ত্রনা ভুলে বি এস এফ এর যাবতীয় তল্লাসির মুখোমুখি হয়েও তাদের ভোট দিতে আসা চাই।এমন চিত্রের আজ দেখা মিলল দক্ষিন দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক হিলি সীমান্তের ভারতীয় হাড়িপুকুর গ্রামে।

হিলির হাড়িপুকুর গ্রামে প্রায় ৬৯০ টি পরিবারের মানুষজনের বসবাস। এই গ্রামে একদিকে ভারতীয় পরিবারের বাস অন্যদিকে বাংলাদেশি পরিবারের বসবাস। নেই কোন কাটাতারের বেড়া।।গ্রামের ভেতর রয়েছে মসজিদ, সেই মসজিদেই জুম্বা বারে নামাজ পড়ে দুই প্রতিবেশি রাষ্ট্রের ধর্ম্ প্রিয় মানুষজন।এই হাড়িপুকুরে রয়েছে প্রায় ৩২০ জন ভোটার।তবে তাদের ভোট উৎসবে সামিল হবার জন্য কাটা তারের বেড়ার গেট পেড়িয়ে বি এস এফ এর তল্লাসির পর তাদের ভোট দিতে আসতে হয় প্রায় ৩০০ মিটার দুরত্ব পেড়িয়ে বুড়া হিলির প্রাথমিক বিদ্যালয়ে।

তবু এত ঝক্কি ঝামেলা পোহায়েও তারা এই ভোট উৎসবে সামিল হতে মুখিয়ে থাকেন তারা।