১০২৬ বছরে পা দিল বিষ্ণুপুর মল্লভূম রাজবাড়ির মৃন্ময়ী মায়ের দুর্গাপজো।

0
442

আবদুল হাই, বাঁকুড়াঃ বিষ্ণুপুর মল্লভূম রাজবাড়ির মৃন্ময়ী মায়ের দুর্গা পুজো এবার ১০২৬ বছরে পা দিল। একসঙ্গে তিনটি পুজো হয় এখানে- এটাই রীতি। রাজবাড়ির যে পুঁথি আছে, তা মেনেই হয় পুজো। বছরের পর বছর এই রীতি মেনেই হয়ে আসছে পুজো। এবছর পুজোয় করোনার বিধিনিষেধ মানা হচ্ছে না। প্রচুর মানুষের ভিড়। মল্লভূম রাজবাড়িতে বাঁকুড়া-বিষ্ণুপুরের সমস্ত মানুষ আসেন, মিলিত হন উৎসবের আনন্দে।

কথিত আছে একটা সময় মল্ল রাজাদের যে রাজত্ব বিস্তার ছিল সেই আওতায় থাকা বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ গুলি অষ্টমীর সন্ধিক্ষণে মোর্চা পাহাড়ে তিন তপোধ্যনীর আওয়াজ পেলে সমস্ত পূজা মন্ডপগুলি সন্ধান শুরু হতো আজও সেই কথা বহন করে চলেছে বিষ্ণুপুরের মল্লরাজ পরিবারের এখনো অষ্টমীর সন্ধিক্ষণে মল্ল রাজাদের গড়ে অবস্থিত মোর্চা পাহাড় সেই পাহাড়ের ঠিক নিয়ম এবং রীতি মেনে তোপধ্বনি হয়ে থাকে অষ্টমীর সন্ধিক্ষণে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here