সিপিএমের প্রার্থী সহ শতাধিক ভোটার ভোট দিতে পারল না মালদার কালিয়াচকের ১৮৪/ ১৮৪ KA মসিমপুর প্রাইমারি স্কুলের বুথে।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- আজ সকাল থেকেই ভোট দেয়ার জন্য প্রচুর মানুষ ভোটের লাইনে দাড়িয়ে ছিলেন। কিন্তু বেলা বাড়তেই শুরু হয় সন্ত্রাস। সিপিএমের প্রার্থী সহ শতাধিক ভোটার ভোট দিতে পারল না মালদার কালিয়াচকের ১৮৪/ ১৮৪ KA মসিমপুর প্রাইমারি স্কুলের বুথে। এমনটাই অভিযোগ গ্রাম পঞ্চায়েতের জোট প্রার্থী সিপিএমের আব্দুর রহিম এর। ভোটের লাইনেই দাড়িয়ে থাকলেন ভোটাররা। ব্যালট পেপার ও ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকা থম থমে পরিস্থিতি হয়। বেলা ১১ টার মধ্যেই শেষ হয়ে যায় ভোট। অভিযোগ এরই মধ্যেই ভোট শেষ করে চলে যান ভোট কর্মীরা। এই নিয়ে ব্যাপক উত্তেজনা শুরু হয়। পুনরায় ভোটের দাবি করেন প্রার্থী সহ ভোটাররা। একই চিত্র ধরা পড়ে, বামন গ্রাম মসিনপুর জোলাপাড়া প্রাথমিক বিদ্যালয় এর ১৮৮ নম্বর বুথে সেখানে যখন ভোট দেওয়ার জন্য মানুষ দাঁড়িয়ে ছিলেন তখন দুষ্কৃতীরা হামলা চালায় এবং এই হামলায় নির্দল প্রার্থী সাকিউল ইসলাম গুরুতর আহত হয় এরপর ছত্রভঙ্গ হয়ে যায় মানুষ। ঘটনার পর এলাকায় পুলিশ আসলেও এলাকায় উত্তেজনা থেকে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *