বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- তবে কি মানুষ তৃনমুলের রক্ত চক্ষুর শাসানি হুমকির বিরুদ্ধে ধীরে ধীরে প্রতিরোধে সামিল হবার কি চেষ্টা করছে। না হলে গতকাল হিংসাত্মক ভোটে এত শাসকদলের কর্মীর মৃত্যু হলো কি করে ? ইতিমধ্যে যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে। এত দিন দেখা যেত শাসক দল তার বিরোধীদের বাড়ি ভাংগচুড় চালিয়ে ভয় দেখিয়ে হুমকি দিত প্রান নেবার। এবার পালটা দেখা মিলল দক্ষিন দিনাজপুর জেলার বাউলে। গতকাল রাত্রে একদল দুষ্কৃতি এলাকার এক ডাকসাইটে তৃনমুল নেতার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর চালানোর পাশাপাশি ওই তৃনমুল নেতার স্ত্রীকেও মারধোর করা হয় বলে অভিযোগ।
ওই তৃনমুল নেতা ও তার মায়ের অভিযোগ গতকাল ভোটের সময় লাইনে দাঁড়ানো এবং কিছু ব্যাপারে এলাকার কয়েকজন যুবকের সাথে সামান্য গন্ডগোল হয়।তারপর এই নিয়ে কোন সমস্যা না হলেও গভির রাত্রে এলাকার কয়েকজন যুবক তাদের বাড়িতে এসে হামলা চালায়। তারা ওই তৃনমুল নেতা ও তার ছেলেকে তাদের হাতে তুলে দেবার হুমকি দিয়ে দরজা ভেংগে বাটিতে ঢুকে হামলা চালায় বলে তাদের অভিযোগ করেন ওই তৃনমুল নেতা। যদিও তিনি এর পেছনে কোন রসজনৈতিক দলের ইন্ধন রয়েছে বলে মনে করছেন না,তবে যারা করেছে তিনি তাদের চেনেন বলে জানিয়েছেন।