প্রশাসনের মদতে নির্বাচনের পর স্ট্রং রুম থেকে সরানো হয়েছে ব্যালট বক্স, অভিযোগ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব।

0
219

নিজস্ব সংবাদদাতা, মালদা (গাজোল) : প্রশাসনের মদতে নির্বাচনের পর স্ট্রং রুম থেকে সরানো হয়েছে ব্যালট বক্স, এই অভিযোগ তুলে গাজোলে ডিসিআরসি সেন্টারে স্ট্রং রুমের সামনে ধরনায় বসলেন সাংসদ থেকে বিধায়ক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব। ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্য ডিসিআরসি সেন্টারে। গাজোলের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় রাজ্য পুলিশের তত্ত্বাবধানে নয় কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে রি- পোলের দাবি তুললেন সাংসদ।