বেহাল রাস্তার প্রতিবাদ জানিয়ে পুননির্বাচন বয়কট করলো গ্রামবাসীরা।

0
154

নিজস্ব সংবাদদাতা, মালদা:-  বেহাল রাস্তার প্রতিবাদ জানিয়ে পুননির্বাচন বয়কট করলো গ্রামবাসীরা। ফলে সোমবার সকাল থেকে দ্বিতীয় দফায় নতুন করে গাজোল ব্লকের মাঝরা গ্রাম পঞ্চায়েতের ২৪৪ নম্বর বুথে ভোট কর্মীরা একপ্রকার ফাঁকায় বসে থাকলেন। এদিন মাঝরা গ্রাম পঞ্চায়েতের রানীগঞ্জ দুই নম্বর এবং দোগাছি ২৪৪ নম্বর বুথে কোনো ভোটারই রায় ভোট দিতে আসেন নি । যদিও এদিন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হয়েছিল ওই ভোট কেন্দ্রগুলিতে। কিন্তু গ্রামবাসীদের একটাই বক্তব্য, দীর্ঘদিন ধরে গ্রামে অনুন্নয়ন, বেহাল রাস্তা প্রতিবাদ জানিয়েই এই ভোট বয়কটের ডাক দেওয়া হয়েছে।

স্থানীয় গ্রামবাসীদের বক্তব্য, এদিন কোনো গ্রামবাসীরা ভোট দিতে যায় নি । পুনরায় সেখানে ভোট করার ব্যবস্থা করা হলে গ্রামবাসীদের অবস্থান একই রয়েছে । যদিও এদিন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ভোটারদের ভোট দেওয়ার জন্য আবেদন জানানো হলেও সে কথা তারা শুনতে চাননি বলে অভিযোগ।