কালভার্টের উপর দিয়ে বয়ে চলেছে জল, যোগাযোগ বন্ধ।

0
106

আবদুল হাই, বাঁকুড়াঃ-  বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের বেশ কয়েকটি কালভার্টের ওপর দিয়ে বইছে বিপদসীমার ওপর জল বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা , বন্ধ বাস চলাচল সমস্যায় এলাকার সাধারণ মানুষ ।

গত ৪৮ ঘণ্টায় বাঁকুড়ায় বৃষ্টিপাত হয়েছে ১৬৩.৭ মিলিমিটার । আর এই প্রবল বৃষ্টির কারণে ইন্দাস ব্লকের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে । এই যেমন ইন্দাস ব্লকের শান্তাশ্রম এলাকায় কালভার্টের ওপর দিয়ে বইছে বিপদ সিমার ওপর জল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে যার কারণে চরম সমস্যায় পড়তে হচ্ছে এলাকার সাধারণ মানুষদের । গতকাল বিকেল পর্যন্ত এই কালভার্ট দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করা গেলেও আজ একেবারেই সম্ভব হচ্ছে না । শুধুমাত্র শান্তাশ্রম নয় ইন্দাস ব্লকের বিভিন্ন প্রান্তে পাঁচ থেকে ছয়টি কালভার্টের উপর দিয়ে বইছে বিপদসীমার ওপর জল । স্বাভাবিকভাবেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়াতে চরম সমস্যা করতে হচ্ছে এলাকার সাধারণ মানুষদের । এছাররাও ইন্দাস থেকে বর্ধমান গামী বাস চলাচল বন্ধ রয়েছে । স্কুলের ছাত্রছাত্রীদেরকেউ বিদ্যালয়ে আসার ক্ষেত্রে জীবনের ঝুঁকি রয়েছে । অন্যদিকে ইন্দাস হাসপাতাল আসতে গেলে বেশ কয়েক কিলোমিটার ঘুরপথে আসতে হচ্ছে সাধারণ মানুষদের । এলাকার সাধারণ মানুষরা জানাচ্ছেন , প্রতিবছর বর্ষা এলে তাদের এই সমস্যার সম্মুখীন হতে হয় বারবার প্রশাসনকে জানানো হলেও সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি । তাই দ্রুত সমস্যার সমাধানের বিষয়ে প্রশাসন উদ্যোগ গ্রহণ করুক তাহলে ভীষণ উপকার হয় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here