স্বাস্থ্যই সম্পদ, বার্তা দিলেন ইন্ডিয়ান যোগা ফেডারেশনের রাজ‍্যের সাধারণ সম্পাদক মৃনাল চক্রবর্তী।

0
151

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  নিজস্ব আস্তানার অভাব, তা সত্ত্বেও গত কয়েক দশক ধরে চলছে শিমুরালি যোগ প্রশিক্ষণ কেন্দ্র।যোগা কোচ বিজন ঘোষের তত্বাবধানে,বর্তমানে আম্বেদকর ভবনে এই যোগ প্রশিক্ষণ কেন্দ্র চলছে মাথা উঁচু করে জানালেন যোগ প্রশিক্ষণ কেন্দ্রের সভাপতি দেবাশীষ মুখোপাধ‍্যায়।নদিয়া জেলা ৪১তম যোগাসন প্রতিযোগিতা শুরু হয়েছে আজ।১৫০ জন প্রতিযোগি অর্থাৎ আট থেকে আশি বছরে বছরের প্রতিযোগী প্রতিযোগিনীরা জেলা যোগাসন প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।এখান থেকে যারা প্রতিটি গ্রুপ থেকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করবে তারাই রাজ‍্যস্তরে যোগাসন প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে পারবে।প্রতিযোগিতা শেষে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।অনুষ্ঠান শেষে কোচ বিজন ঘোষ ও সভাপতি ধন‍্যবাদ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here