সাপের ছোবলে প্রাণ গেল এক গৃহবধূর, চাঞ্চল্য এলাকায়।

0
138

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-  দক্ষিণ দিনাজপুর: বিষাক্ত সাপের ছোবলে প্রাণ গেল এক গৃহবধূর। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রবিবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার অন্তর্গত রামপাড়া চেচড়া এলাকায়। জানা গেছে, মৃত ওই গৃহবধুর নাম তপতী রবিদাস(৩০)। তার একটি ১২ বছরের কন্যা রয়েছে। উল্লেখ্য, রবিবার সাত সকালে বাড়িতে উনুনে ভাত চাপানোর সময় মাটির মেঝের গর্ততে পা ঢুকে যায় তপতী রবিদাসের আর তার মধ্যে লুকিয়ে ছিল মৃত্যুর ফাঁদ। সেইg গর্ত থেকে দুইবার পায়ে ছোবল পাড়ে বিষাক্ত সাপ। পুরো ঘটনাটি ঘটে তপতী রবিদাসের মা অঞ্জলি রবিদাসের সামনে। এরপর তপতী রবিদাস আতঙ্কিত হয়ে পড়লে তার মা অঞ্জলি দেবী তাকে তড়িঘড়ি রামপাড়া চেচড়ায় অবস্থিত স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হতে থাকে। এরপর কর্তব্যরত চিকিৎসকরা তাকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে তপতী রবিদাস। তরতাজা বছর ৩০শের নিজের মেয়েকে এইভাবে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখে কান্নায় ভেঙে পড়েন মা অঞ্জলি দেবী। ঘটনার খবর পেয়ে দেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে গঙ্গারামপুর থানার পুলিশ। এরপর দেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালের মর্গে পাঠায় গঙ্গারামপুর থানার পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রামপাড়া চেচড়া এলাকায়। শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here