বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চালু হল কিউআর কোডের সুবিধা।

0
197

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চালু হল কিউআর কোডের সুবিধা। ইউআর কোড স্ক্যান করলেই পাওয়া যাবে হাসপাতাল বহির্বিভাগের টিকিট। পূর্বে টিকিট কাটার জন্য নির্ধারিত দুই টাকা দিতে হতো জনসাধারণকে, বর্তমানে কিউআর কোডের দ্বারা কাটা টিকিটে কোন মূল্য দিতে হবে না জনসাধারণকে। ইতিমধ্যেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের টিকিট কাউন্টারে লাগানো হয়েছে কিউআর কোড দেওয়া একটি বোর্ড। কিউআর কোডের পরিষেবার ব্যাপারে বর্ধমান মেডিকেল ও কলেজ হাসপাতালের সুপার ডক্টর তাপস ঘোষ জানিয়েছেন, হাসপাতালে যেখানে বহির্বি বিভাগের টিকিট দেওয়া হয় এখানে কিউআর কোড লাগানো আছে। যিনি বহির্বিভাগের চিকিৎসা করাতে আসবেন তাকে স্মার্টফোনে ওই কিউআর কোড স্ক্যান করতে হবে। তারপরে আসবে একটা ওয়েবসাইট, সেখানে থাকা ফর্মে নাম এবং সাথে বেশ কিছু তথ্য লিখতে হবে। পরে প্রক্রিয়া সম্পন্ন হলে মোবাইলে আসবে একটি ওটিপি। সেই ওটিপি নাম্বার কাউন্টারে দিলে, কাউন্টারে কর্মরত কর্মী টিকিট প্রিন্ট করে দেবেন। তবে যাদের স্মার্টফোন নেই তাদের জন্য পূর্বের ব্যবস্থাও চালু থাকছে বলেই জানান হাসপাতাল কর্তৃপক্ষ। এ বিষয়ে হাসপাতালের দেখাতে আসা রোগী এবং রোগীর আত্মীয়দের মধ্যেও বেশ ভালো প্রতিক্রিয়া পাওয়া গেছে।