দুবরাজপুরের প্রত্যন্ত এলাকায় দুয়ারে ডাক্তার শিবির।

0
297

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- রাজ্য সরকারের প্রকল্প দুয়ারে সরকার, দুয়ারে রেশনের পর এবার বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের পদুমা পঞ্চায়েতের কলুশীর্ষা নামে প্রত্যন্ত গ্রামে পৌঁছালো দুয়ারে ডাক্তার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দুবরাজপুর ব্লক প্রশাসন ও দুবরাজপুর গ্রামীন হাসপাতাল এবং সিউড়ি সদর হাসপাতালের যৌথ উদ্যোগে দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হয় এই প্রত্যন্ত গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে। বিভিন্ন বিভাগের চিকিৎসা পরিষেবা দিতে দুবরাজপুর থেকে ২৫ কিলোমিটার দূরে প্রত্যন্ত গ্রামের রোগীদের কাছে পৌঁছল সিউড়ি সদর হাসপাতাল ও দুবরাজপুর গ্রামীন হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক দল। এই শিবিরে অস্থি বিভাগ, শিশু বিভাগ, চক্ষু বিভাগ, সাধারন মেডিসিন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকেরা গ্রামের মানুষজনের চিকিৎসা করেন। তাছাড়াও ব্লাড প্রেশার, ব্লাড সুগার টেস্ট করা হয়। পাশাপাশি সকলকে বিনামূল্যে ওষুধও প্রদান করা হয় এই শিবিরে বলে জানান দুবরাজপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সালমান মণ্ডল। দুয়ারে ডাক্তার শিবিরে ২৫০ জনের বেশি মানুষজন চিকিৎসা করাতে আসেন। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর ব্লকের বিডিও রাজা আদক, জয়েন্ট বিডিও মীর সহেল শাখাওয়াত, দুবরাজপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সালমান মণ্ডল, দুবরাজপুর পঞ্চায়েত নির্বাচনের সভাপতি বুদ্ধদেব হেমব্রম সহ আরও অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here